আমরা কী চাইবো
---------------------
আজকাল সময়টা বেমানান চলছে
স্রোতে জল ঢুকছে
তবু হালে পানি নেই ওরা সব বলছে!
কারা যেন টুপ টুপ ঠোঁট ছুঁয়ে--?
মেছো বক!এখনও জল ঘোলা করছে!
তুই না,আমি না সে দলে
আর কবে বুঝবি বন্ধু আমরা পুরোনো?
যে বাঁধন ছেঁড়া কভু যায় না
হয়তো টেরা চোখ চাইছে
ছিঁড়ে যাক এই হাল আরও দূর----
ছেয়ে যাক কুয়াশা লতায় ও পাতায়ও--
আমরা কী চাইবো যাতনা এমন হোক?
-----------------------------
পৃথিবীর আয়না
---------------------------
সবুজের কাঁচা রঙ উজ্জ্বল
কচিপাতা মনোরম সুমধুর
খিলখিল হাসছে ওরা সব
হাত ধরে এগিয়ে দিলে হয়
একেবারে নিশ্চিত আগামী।


ঝিরঝিরে বৃষ্টির সরোবর
ভেজা ঠোঁট টুপ টুপ ডুব দেয়
ভাবলেশ উৎসব জড়িয়ে
চেষ্টার তাগিদের এ লড়াই
একটু ও কুয়াশার ঠাঁই নাই।


আসলে ওরা সব সোনা রোদ
শুভ্র দিলখোলা পৃথিবীর আয়না ।
-------------------------------------
২২/১/২৪-অবুঝ মন -