খেয়ালের খেয়ালী ভেলায়-
না কি প্রেমময় মায়া জোছনায়?
তুমি চৌকাঠ পেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালে
উঠানে নামলে না
মার্বেল গুলি গেলো গড়াগড়ি
মুখোমুখি-ঠোকাঠুকি আর হলো না।


অথচ তোমার আয়োজনের বহর ছিল
জোনাক বাতিরও,অভাব ছিলো না
সময়ের বেড়াজালে পরিচিত ঢেউ
চরকির মতো চক্রব্যূহে
খাঁটিয়ে গেলো রক্তিম প্রভাব
বলতে পারো ভ্রমরী,কেন ডানা মেললে না?
--------------------------------------------
১৯/২/২০২০-অবুঝ মন-