---------------------------------------------
ইদানিং ক্লান্তির শীত ঘুম বড় ভালো লাগে
ঠান্ডা হাওয়ার স্রোতে স্পর্ধাটা গেছে ফুরিয়ে
আগুনের শিখা ঢাকনা খুলে এগিয়ে চলে
তৃষ্ণার কণাটুকু মেলে না বরফের চাদরে।


হাজিরা খাতায় উপস্থিতি নিয়মের চাকরি
ফাগুন বাসনা ডুবেছে অনন্ত বিশ্রামাগারে
বিশ্বস্ত পাহাড়ের শিখরে ধরেছে ফাটল
দেনা শোধের মগ ডালে বসে কথা চুরি করে!


পথ বদলের বেআব্রু বলিরেখা ঘিরে
তাজা রক্তের ঢেঁকুর ওঠে ফুসফুস ফুঁড়ে
ভর্তুকিতে চলা ধেনোমধের নেশা কি পারে-
ক্লান্তির শীত ঘুমের শিকড়কে একেবারে উপড়ে দিতে?
----------------------------------------------
২৭/৬/২০২০-অবুঝ মন-