এই এক জন --
একবার ঝর্ণার গন্ধ পেলে
করে জ্বালাতন শুষে নেয় ঘ্রাণ।


এই যে জন--
ইচ্ছে অমূলক নয় গভীরে লুকানো-
তাতে যায় যাক ফেটে প্রান।


এই যাকে দেখছেন--
গুনমানে শ্রেষ্ট তরঙ্গ দোল
চিমটি কেটেও সাধুর সমান!


ওই যে উনি--
মৃদু ভাসি নৃপেন বাবু(ভৃগুর দাদু)-
শুধু ভাবে আছে কত-ওজোর ওজন।


এনার নাম না বললে নয়-
জ্বলজ্বলে চোখ ভীষণ ভোলেভালে
চুপে চুপে দেখে কে যায় কখন!


সবশেষে এনাকে ধরি---
-না বললে নয়-"ষাঁড়" বললে লাগে বড়ো বেমানান -ভাবুক,সাহিত্যিক,প্রকাশক উছল শ্রাবণ।


এ যাত্রা পথ "আনন্দ মঠ'-মিলে মিশে হবে একাকার।
-------------------------------------------
১৯/১০/২০২২-অবুঝ মন-