----------------------------
বিপন্নতার মাঝে রয়েছে জেগে মিষ্টি একটি নাম
বুলবুল তার সোহাগ ছোঁয়ায় রেখে গেল ভয়াবহ পরিনাম
রইল পড়ে কড় কড়ে স্মৃতি
ভোলা কি সহজ সোহাগ রিতী?
বিপন্নতার চিত্রপটে সোহাগী আদরে,বুলবুল তোমাকে পেলাম।
---------------------------
১২/১১/১৮-
---------------------------
ফুলের মতো মিষ্টি মুখর
মানব সাগর কূলে
ঝর্ণাধারার মতোন হাসে
স্নিগ্ধ সুভাস তুলে।
এমন দিন কি আর ভোলা যায়?
ফুলের ছোঁয়ায় বাজুক সুর
গোলাপ কুসুম দোলায়
শিশু দিবসের মঙ্গল কামনায়।
-----------------------------
১৪/১১/১৯--অবুঝ মন--