ভুতের গুঁতো খাবে বলে হাবু ধরলো ছুতো
পাগলা বাবার শিক্ষা নিয়ে আসছে পাড়ার নুতো
ভুলে গেলো ভূতের কথা
নুতোর মাথায় ধরলো ছাতা
সুযোগ বুঝে জমিয়ে নুতো দিলো ভীষণ গুঁতো।
----------------------------
৬/১২/১৯-
-----------------------------
কষ্ট করেই কেষ্ট মেলে জানেন সকল জনে
বিধিলিপি বদলে গেলে সর্ষে হয়ে ফুটবে মনে
জগার ছিল ভীষন তাড়া
লোকে বলতো ঘাটের মড়া
মানব সেবায় ব্রতী হতেই ভালো বাসলো জনে-জনে।
-------------------------------------------
৫/১২/১৯-
-------------------------------------------
।।পেলব রোদে ভিজতে চেয়ে।।
----------------------------------------
হোঁচটের রাস্তাটা ছিলো চেনা
ভেবে ছিলাম বদলে গেছে
দিলাম সিঁড়িতে এক পা বাড়িয়ে
খেয়াল হয়নি শ্যাওলা জমে
ব্যাস কশাঘাত পড়লো জোরে
এ কি সুনিপুণ উপহার!
আজ শুধু নিজেকে হারাই
আর মনের অলিন্দে কষ্ট বিলাই।
------------------------------------------
৩০/৩/২০২০-অবুঝ মন-