১৮৪)
রোজ দিন খুঁজে চলা আলোকিত স্নান
মাঝে মাঝে আসে ঝেঁপে বর্ণের ঘ্রাণ
হতে পারে ঘটে চলা জীবনের গান
বাতাসে উড়িয়ে দেখি আজো অম্লান।
হোক না উদাসী হাওয়া সব কি মেঘে ছাওয়া?
কালের কবরে মেশে কিছু চাওয়া কিছু পাওয়া
যেমন পাশা খেলায় হেরে যায় যৌনতা ছাপ
খবরের শিরোনামে হয়েছে কি মাপ?
--------------------------------------
১৮৫)
কথা তো অনেক ছিলো
কটা কথা বলা গেলো?
বুঝেসুজে পথ চলা
বানিজ্যে বসতি মেলা
আর কিছু নেই বলার!


রাখতে কথার মান
মোছা চাই আনচান
কি লাভ প্রশ্ন করে?
যমুনা ও ভাঙে গড়ে
এগিয়ে যাওয়া চাই
আলোর পথ ধরে।
-----------------------------
      অবুঝ মন