চরকা কাটা বুড়ি-(১)
সন্ধ্যা হলেই কোথা থেকে আসে যে এক বুড়ি
বয়সটা তার প্রতি বছর হয় মনে হয় কুড়ি
চাঁদের দেশে কী সব করে গোরুর নিচে বসে
হেলদোল নেই মোটেই তার,যতোই তারা পড়ুক খসে।


                চরকা কাটা বুড়ি-(২)
দিন পেরিয়ে আঁধার দেশে জ্বলে চাঁদের আলো
চরকা কাটা বুড়িকেও,লাগে যে বেশ ভালো
পরির মতো মেঘের আঁচল জড়িয়ে নিয়ে গায়
সময় হলেই চাঁদের বুকে সুখের খেয়া বায়।
--------------------------------------------
                      পতাকা-১
এক টুকরো কাপড়কে বিশেষ আকার দিলে পরে
দেশের প্রতীক উজ্জ্বল স্মারক লোকে মান্য করে
নানা প্রান্তে ভিজে যায় শরীর লাল রক্তের সাগরে
তবুও,যে পতাকা মাথা উঁচু করে পত পত ওড়ে।


                      পতাকা-২
গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে বীরঙ্গনা
ওই দেখো চেয়ে পিছনের ফেলে আসা পথের বাঁকে
তবু কি মাটিতে মিশতে দিয়েছে পতাকার মান?
কানপাতুন শুনতে পাবেন বন্দেমাতরম ধ্বনি প্রানপনে বলছে হেঁকে।
--------------------------------------
        
                           ঝড়-(১)
দীর্ঘ এক যুগ সময় তোমার প্রতীক্ষায় সাগর বুনেছি
এরপর তুমি বিলম্বিত লয়ে কাছে এলে
উচাটন মনে তীব্র আগুন ঝড়ের ঝাড়বাতি উঠলো জ্বলে
সেই তুমি কিনা ইশারায় কাছে ডেকে নিয়ে শীত ঘুমের গল্প শোনালে!


                           ঝড়-(২)
কাঙ্গাল পৃথিবীর বুকে রুপালি জোৎস্নার চরাচর
ঝড়ের ঘনঘটা ছাড়া আর কি হতে পারে?
অলীক স্বপ্নেও সুখের ক্লোরোফিলের অভাব হয় না
তাই বলে কি প্রেমের সুখটান ফাগুন হাওয়া আসে দ্বারে?
------------------------------------