২২২)
বাঘের থেকে থাকতে দূরে বাঁদর ঝোলে গাছের ডালে
বাঘ ভায়া কি থাকে থেমে?লাফিয়ে পড়ে নদীর জলে
কুমির গুলো ছুটে আসে
যুদ্ধ হতেই রক্ত ভাসে
বুঝবে কবে বাঘ ভায়ারা?পালাতে হয় সময় কালে।
-------------------------------------
২২৩)
চিত্ত শুদ্ধির বড়ো উপায় হলো ভরসার স্থল
বিশ্বাস একবার হারিয়ে গেলে
মন বলো আর শরীর দুটোরই কোনো মূল্য থাকে না।
------------------------------------------
-১০/১/২০২২-অবুঝ মন