আসছে ধেয়ে ধরার মাঝে রুদ্র সাজে বুলবুল
জাগচে পাড়া পড়ছে সাড়া সবার মনে চুলবুল
বৃষ্টি পড়ে ঝর ঝর
কাঁপছে বন থর থর
সব-খানেতে সর্তকতা রইলো  জারি বিলকুল।
----------------------------------------
অকাল স্রোতে উঠলো জেগে ঝড়ের বেগে বুলবুল
মেঘের পাহাড় আগল ঠেলে ঝরছে ধারা কুলকুল
আতঙ্কের ধ্বনি বাজে
পিশাচ রূপি রণসাজে
নীড় যে হারা হবে এবার সত্যি কারের বুলবুল।
-----------------------------------------
বুলবুল নামটি কি কারো আছে অজানা?
দিনের আলোতে যে মাঝে মাঝে দেয় হানা
না না পাখি নয়
রুদ্র রূপি বায়ু ভয়
বাহারি নামেতে কি করে দেবে তাল কানা?
----------------------------------------
৯/১১/১৯-