ফলের রস আনারসের মহৌষধি গুন
সাদের বেলায় পানের পাতায় একটু লাগে চুন
ভুল-চুক হলে পরে ভরে কেবল ঘুন
কুপথে চললে পরে হতে হয় খুন
সময় থাকতে জীবন গড়ো,সূর্যসম দীপ্তি ভরো
পূব আকাশে তাকিয়ে দেখো,কেমন লেগেছে আগুন।
-------------------------------------------
-১২/৮/২০২০-
---------------------------------------
কানা ছেলে পদ্মলোচন গান বেঁধেছে মিষ্টি সুরে
তাই শুনে বনের পশু সবাই এলো ঘুরে ফিরে
মোহন বাঁশি চাঁদের আলো
সূর্যি মামা বাজায় কুলো
মন্ত্রমুগ্ধ শ্রোতার আসর শুনলো সবাই চুপটি করে।
---------------------------------------------
-৭/৮/২০২০
---------------------------------------------
কচু পাতায় জলকে দেখে করিস নেরে ভুল?
দেখতে যেমন আলপনা রং রঙিন কাগজ ফুল
পলাশ যেমন আদুড় গায়ে নাই যে তার গন্ধ
ঝরা পাতা ঘুনে ভরা হোস নারে কেউ অন্ধ
প্রভাত ফেরী সূর্যমুখী হাসছে কেমন দেখো
শক্তি দাহি নতুন সূর্য এটাই মনে রেখো।
----------------------------------------
--৩০/৭/২০২০-