155)-
তুমি যখন ব্যস্ত ভিড়ের মাঝে
সস্নেহ আদরের স্নানে-
অনাবিল আনন্দে সাঁতার কাটো
আমি তখন অ্যালবামের,
প্রতিটি পাতা ওল্টাতে ব্যস্ত থাকি
কোনটা যে ঠিক?
হিসাব টা মেলাতে পারেনি এখনো।
--------------------------------
১৭/৩/২০২১-
156)-
মাতন নেশায় উঠছে ফুলে
আছাড় খেয়ে পড়ছে কূলে
সাদা দুধের ফেনার মতো
সারি সারি বাঁধন যতো
যায় ভেসে যায় বালুর কনা
সাগর তট উদার মনা
ছেলে বুড়ো সবাই সমান
কেউ রাখে না কারোরই মান।
-------------------------------------
-১৩/৩/২০২১-
157)-
বেলা শেষে--গেলাম ভেসে
            মুক্ত মনে।
অচেনা নীড়--সুখের তীর
       সাগর সঙ্গমে।
বাঁধন হারা--হলাম সারা
          এই জীবনে।
------------------------------------------
১৩/৩/২০২১-অবুঝ মন-