প্রেম-(১)
অনায়াসে যে কথা বলা যায়
সেখানে দুর্দিনের আশঙ্কা না থেকে কি পারে?
সময়ের হাত ধরে মনের ঠিকানা পেতে
প্রেম আজও কত সহজে ভাঙে আর গড়ে!


                     প্রেম-(২)
কথা আর কাজে যেখানে মিল খুঁজে পাওয়া দায়
সেখানে বিশ্বাসে পা টলে,মাথা ঘোরে
শরীরের প্রসুপ্ত উত্তাপ নামক লবন সাগর-
ঢেউ খেলে যায় কর্কট রোগের জমাট শিকারে।
--------------------------------------------


          ।।ফেলে আসা দিন।-(১)
সেই যে হাতে হাত রেখে নীল যমুনার তীরে
কত কথা হয়েছিলো আজো মনে পড়ে
যতোই তা হোক না ফেলে আসা দিন
সাগরের ঢেউ খেলা স্বপ্ন রঙিন রয়েছে হৃদয় জুড়ে।


             ।‌।ফেলে আসা দিন-(২)
ঝরা পাতা ঝড়কে ডেকে কত কথা শোনালো
যেই না বৃষ্টি ভেজার সময় হলো
ওমনি ফেলে আসা দিনের বাঁকে হারিয়ে গেলো
অথচ ব্যবধানের আকাশ ফানুস বাজিতে রয়ে গেলো ঝলোমলো!
--------------------------------------------
১২/১/২০২১-অবুঝ মন-