১৯৪)
কিছু কথা কথা হয়
কিছু কথা কথা নয়
কিছু কথা গান হয়।
সবকিছু জয় ঢাক
রয়ে যায় কিছু ফাঁক
সবশেষে নেয় বাঁক।
হতে পারে তা রঙিন
কিংবা বেদনার বীণ
আশা কি কখনো সুখহীন?
--------------------------------
১৯৫)
চোরেচোরে তুতো হলে
অধর্ম বেড়ে চলে
ধর্মের হয় নাশ
পিশাচের রাজ রাস
দেশ ডোবে রসাতলে।
-----------------------------------------
১৯৬)
অত্যাচারীর অত্যাচারে ভাঙলো যখন বাঁধের পাড়
গর্জে ওঠে সিংহশাবক বললো হেঁকে ওকে মার
চারিদিকে হুলুস্থুল শকুনি সব ছিলো ঘিরে
লোভ লালসার কুলীন স্রোতে রক্তচক্ষু উঁচিয়ে ধরে
পাকড়ে ফেলে পাঠিয়ে দিলো ডান্ডামেরে ঠান্ডা ঘরে
উলুখাগড়া কি আর করে?বেহাল দশা উপচে পড়ে!
--------------------------------------------
৬/৮/২০২১-অবুঝ মন-