161)
গর্ব যে করতেই হবে,বচনের সুমধুর স্বর শুনে
এমন গালভরা ব্যঞ্জনা কি বাঙালির চেতনা আনে?
বকবক ঢেউ তুলে জাত যে চেনাতে পারে
সে কি প্রকৃত অর্থে উন্নয়নের ধ্বজা ধরে?
খবরের শিরোনামে টাকার বোঝা টানে,মন তবু নাই ভরে
তাই রোজ কী করে সবকাজ শেষ বলে শান্তি কুজ্ঞ গড়ে!
--------------------------------------------  
162)
তেলে বেগুনের কদর নেহাতই কম নয়!
তরী খনি থাকবে কি ভেসে কাদার ভরসায়?
বর্ণের সুঘ্রাণ দীপজ্বলা অঙ্গন কোথায় গেলো?
তবুও দেখতে হচ্ছে নীরব পৃথিবীকে!
বলছে না কেউ প্রেমানন্দে বলো হরিবোল বলো
এ কী অদ্ভুত দৃশ্য! সব আলো নিভে কি গেলো?
------------------------------------------
-৭/৪/২০২১-অবুঝ মন-