কালা পাহাড়ের দাপাদাপি জেরে ভেঙে গেলো ঘুম
চমকিত আলো ঘোর গর্জন পড়ছে দুমা দুম দুম
শুরু হলো অঝোর ধারায় ফাটলের ঝর ঝর সুর
গুমোট অবসান,স্বস্তির আবহেও বুক করে দুরু দুর
কোথা গেল দিবাকর-উঠবে না বুঝি আজ?
ঘন ঘোর দুর্যোগ এ কেমন সকাল সাজ?
বন্ধু সকল উঠে পড়ো ঘুমিয়ো না আর
চেয়ে দেখো এ এক নতুন প্রভাত,আসে না যে বার বার
-------------------------------
-১৩/৬/২০২০-
-----------------------------
হাওয়া কি এতই সোজা ফুরিয়ে যাবে?
মনোহরা রঙ নিয়ে আছে যে ভবে
দম না থাকলে পরে পাবি কি তল?
নিদ্রার প্রয়োজন আছে কি না বল?
প্রভাতের নবারুণে হয়েছে সকাল
শুভেচ্ছা অফুরান প্রিয় বন্ধু সকল।
---------------------------------------------
সুপ্রভাত-১০/৬/২০২০
-------------------------------
ঝুর ঝুরে সুরে ধেয়ে এলো ঝর্ণাধারা
বিগলিত প্রান অনেক চেনা ফেলে আসা মনোহরা
চমকি ঠমকি শুধু জীবনের গান গায়
হুই হুল্লোড় সুইং স্রোতের রিমিঝিমি হুইসেল বাজায়
ফুরফুরে দামাল হাওয়ার সে কী স্মৃতি মুখরিত আলো
বন্ধু তোমরা সদা সুন্দর,মানুষকে বেসো ভালো
জীবনের দীপ জ্বালো---
----------------------------------
৯/৬/২০২০-অবুঝ মন-