শীতের চামর দোলায় চড়ে অকাল ঝরা বইছে জোরে
কুয়াশা ভেজা হাওয়ার চাঙর গেলো বুঝি দূরে সরে!
এযে কেমন বর্ষা ধারা
মেঘ বলয়ে রৌদ্র সারা
শীত আমেজের এমন ক্ষরায় ব্যাঙের নাচন আসছে ফিরে!
--------------------------------------------
২৬/১২/১৯-
--------------------------------------------
অধরা রেকর্ড উজ্জ্বল হয়
ঘুম পাড়ানিয়া গানে।
ব্যাথার সাগর কেঁপে ওঠে
মরীচিকা অন্বেষণে।।
--------------------------------------------
২০/১২/১৯-অবুঝ মন-