251)
দক্ষিণা পবন এসে দিয়ে যায় সাড়া
অলসতা আর নয় চলো কাঁকিনাড়া
শরীর থাকবে ভালো হাঁটাচলা করে
শুয়ে বসে কাটালে কোষ যাবে মরে
আর কী এভাবেই হোক চলা ফেরা
চেয়ে দেখো প্রভাতে হাঁটে ওরা কারা?
কে না জানে ওরা যে আমাদের লোক
খালি পেটে দু গ্লাস খেয়ে নাও ঢোক
এরই সাথে যোগ ব্যায়াম কিছু করা চাই
নার্ভকে সচল রেখে দিয়ো তাই তাই।
-------------------------------------
252)
অপেক্ষারা থাক জেগে
ধূম্র মেঘের পথ চেয়ে
দহন জ্বালা যাক জুড়িয়ে
নিশি রাতের বাতাস ছুঁয়ে।
জ্বলছে কি আজ একটি বাতি?
শুন্য যেথায় মিশে আছে
হয়তো এবার নাববে ধারা
সিন্ধু নদের বানের ধাঁচে।
---------------------------------------
253)
যখন যেদিকে তাকাই
দেখি শুধু খাই খাই
এ কেমন রঙের মেলা?
দেখে দেখে যায় কেটে বেলা
এই কি ভবের খেলা?
--------------------------------------
254)
সমীকরণে ফেললে পরে হয় কিছু কি সমাধান?
ওই খানেতে লুকিয়ে আছে সত্যিকারের গুনীর মান।
কে যে কখন হয় ব্যবহার বলতে কি আর কেউ পারে?
আসা যাওয়া পথটা দেখে বুঝতে হয় সবটারে।
এই ক্ষণেতে কথার তুবড়ি মোটেও ভালো নয়
ধারে ভারে গুন বিচারে জীবন কর জয়।
----------------------------------------
২৫/৪/২০২২-অবুঝ মন -