214)
চলো ঘুরে আসি পুরোনো পথে
দিয়ে আসি কিছু জোছনা ঢেলে
বুঝুক আমরা যাইনি ভুলে
ও পথ "সামলে রেখো জোছনাকে"
--------------------------------------
215)
এই মেঘলা দিনে ঘরের কোণে
এ মন আমার যায় ভেসে
আর কি করি?জড়িয়ে ধরি
শব্দ স্রোতের উল্লাসে
ঝরছে ধারা টাপুর টুপুর
বৃষ্টি নদে বান ডাকে।
------------------------------------------
216)
যদি রোজ ছেড়ে যাও কিছু কথা কিছু ঘাম
সময়ে জেনে যাবে ঠিক তার কত দাম
যতো পারো ভুলে যেও অতীতের ইতিহাস
কাব্যে জড়িয়ে থেকো এভাবেই বারোমাস
যেখানে ঘোরোফেরো কোরো নাকো ছলনা
আলোর পথে চলে ভালো থেকো,নেই মানা
কান পেতে শোনো ঐ আগামীর সুরধ্বনি
---------------------------------------------
২/১২/২০২১-অবুঝ মন