২৬০)
হয়তো বা হয়েছে স্থানান্তর
গাড় রঙ মুছে যায় নৈঃশব্দ্যের ভিড়ে
তবু এ পথ আসুক,আসুক ফিরে ফিরে।
-------------------------------------
২৬১)
যে যাকে মানে
দোষ-গুণ ভোলে কেমনে?
এমন গুনগ্ৰাহির সানগ্লাসে
রাজার বিবস্ত্র চেহারা
ওঠে কি আর ভেসে?
লঙ্কা কিংবা পাক
ধিনাক ধিন নাচছে।
-----------------------------
১৬/৫/২০২২-অবুঝ মন-