জীবন নদের আবেশে মজে
গোলাপকে টেনে নিতে
যেই না বাড়ালাম হাত
গোলাপ লুকিয়ে গেলো
কালের কঠিন ঠিকানায়
আহা একি ভাগ্যের পরিহাস!
---------------------------------------
২০/১১/১৯-
--------------------------------------
কথাতো বলতে পারো বাক্যটি বেশ
কোকিলের কুহু তান মুগ্ধতা রেশ
ইচ্ছে আতর মাখা ছিল সুমধুর
চাওয়ার পাতায় ওঠে অম্ল ঢেকুর
প্রেয়সীর কথাতে না দিয়ে সাড়া
ভাবনার গভীরে দিয়ে যাই নাড়া
রইলো শুধুই পড়ে নীরব আকাশ
পাওয়ার দেওয়াল জুড়ে বেড়ায় দীর্ঘশ্বাস।
--------------------------------------
২২/১১/১৯-অবুঝ মন--