তমসা ঘনায় কৌশলী মায়া কাননে
বুক ফেটে যায় মুখ ফোটে না
অদ্ভুত যান্ত্রিক ধোঁয়াটে আচরণে।
সহসা যে দীপ জ্বলে,দীগন্ত সীমায়
গুন গুন সুর বাজে আশায় আশায়
হায়,সেখানেও কি না চাঁদ ডুবে যায়!
--------------------------------------------
৪/২/২০২০-
অনুরোধের দেওয়াল জুড়ে ঝড়ের রেষারেষি
অনুভব গেছে কি মরে?
স্মৃতির চাদরে জড়িয়ে রেখেছি বলে
ভ্রমরের গুনগুন সুর পড়বে কি ঝরে ঝরে?
চেনা অবয়ব রক্তমাখা
তবুও,প্রেম বাঁচে আস্থা জোয়ারে।
---------------------------------------------
২/২/২০২০-অবুঝ মন-