অভিনয় নয় প্রশংসা না
দেখেছি সিঁদুরের জ্বলন্ত কুন্ড
সূর্যের আলোয় উদ্ভাসিত
কপালটা নয় একেবারে মন্দ।
যে জীবনের গান গায়
বসন্তের রঙিন আঙিনায়
স্মৃতি গুলো আজ তার কাছে
মুছে যাওয়া কবরের চিহ্ন!
-------------------------------------
চোখের মধ্যে কামনার হিংস্র উল্লাস
বুকের ভেতর সোনাগাছি ঝড়
এ তো দেখছি ধারালো করাত কল
সুরেলা হৃদয়ের বসত কোথায়?
এরপরেও যদি কাছে আসে বাসনার সুঘ্রাণ
মামাশ্রীর পাশাচাল ও হার মেনে যায়!.
---------------------------------------------
২৪/৬/২০২১-অবুঝ মন-