।।অনুকাব্য- প্রেমের তরী।।
         ।।নরেশ বৈদ্য।।
-------------------------------------
মন ভেজানো সুরের দোলায়--
হাতটি ছিল হাতের পরে
কেমন করে যায় হারিয়ে--
অন্ধকারের সুদূর পারে!
এইতো সময় চলছে এখন
কথার ভেলা ইচ্ছে মতন
খামখেয়ালী ভাবনা গুলো
দেখায় শুধু লম্বা মূলো।
আসছে ধেয়ে ফনীর ফনা
বুঝবে না যে সুজন মনা
কল্পনাকে- দূরে রেখে
রইবো চেয়ে পথের বাঁকে।
--------------------------------------
৩/৫/১৯