জানি তো,তোর পাড়াতে নানান ছলাকল
মিষ্টি মুখর তোতার ভিড়ের সোহাগ চলাচল
প্রেমের বাগান আছে খোলা
তুই সেথায় করিস খেলা
রোজ নিশিতে আলো জ্বেলে কে আসে তুই বল?
-----------------------------------------
17/7/2020-
--------------------------------------
তুমি নিজের বাগিচায় বপন করেছো চারা
তাতে খুশি না হয়ে থাকতে কি কেউ পারে?
তবু কেনো থক থকে বেদনার ভিড় ঘিরে ধরে-
আমার বিকেল বেলার উদাসীন অবসরে?
ঘন ঘোর শ্রাবণ মেঘের আঁচল সরায়ে--
ঝিরিঝিরি বৃষ্টি এলো আমার শহরে
অথচ সেই চেনা মিষ্টি আতরের গন্ধ
রিমঝিম নূপুরের ছন্দ সুর বাজে কানে
কেন জানো কি?কথা দিয়ে বারে বারে-
পুরনো ছন্দের তালে,তুমি আজ ফিরে গেছো ঘরে।
------------------------------------------
২১/৭/২০২০-অবুঝ মন-
্্ব্্বা্্ব্্বা্্ব্্ব্্বা্্
---------------------------------------------
ক্ষণিকের উষ্ণতা মাপতে চেয়ে
কতটা উপোসি উপবাসের দগদগে ক্ষত এঁকেছিলে-
ভেবেছো কি কখনো?
আগুন রাজত্বের সুগন্ধ ভরা প্রসাধনী সেই রাত-
বলতে পারো এখনো কেন জাগায়?
যে কাঙাল ছিলো-
সেখানে ডুগডুগি বাজিয়ে কি আর পেলে বলো?
---------------------------------------------
২১/৭/২০২০-অবুঝ মন-