শুধু রুগ্ন বাতাস,শব্দহীন অভিমানে,গোটা একটা রূপকথার প্লট যদি হয়ে যেতো বোঝা
তাহলে কী নীড় ভাঙা ঝড়ে উড়ে আসা ঝরা পাতা
আবারো এক পৃথিবী স্বপ্ন নিয়ে কখনো হতো আর খোঁজা?


চোখের উপরে বর্ণীল সমুদ্র সৈকতের ঢেউয়ের পর ঢেউ ভাসতে পারে
অথচ কেন যে সুজলা সুফলা নাগরিক কর্তব্যে নীলতারা নেমে যায় দূর্ভিক্ষের আসরে?


এরপরেও ইছামতীর জোয়ার খোঁজে ওই আকাশের চাঁদ!
আসলে হলুদ কার্ডে সতর্কতার সংকেত থাকলেও,যতিচিহ্নের আশঙ্কা কম‌।
--------------------------------------------
২০/১২/২২-অবুঝ মন -