পালানো নদী না হয় একদিন শুকিয়ে যেতেই পারে
তাই বলে চর কী কখনো যায় মরে?
দেখো চেয়ে সে বক্ষে কত শৈশব উঠছে বেড়ে।
----------------------------------------
হাঙ্গর গুলো গিলছে বসে উৎসবেরই ফল
আমজনতা আমড়া চুষে দেখছে খুড়োর কল
এই তো সময় নজর কাড়া হিসেব ক'জন রাখে?
ঢলতা আর ভর্তুকিতে আকাশ মেঘে ঢাকে।
-------------------------------------------
যে আকাশ ছুঁয়ে ফিরে আসা,যে বাতাস মেখে ঢেউয়ে ভাসা
সেখানে কাঙ্ক্ষিত সত্যতার বিষনজর কীভাবে লাগে?
সেই তো আবার ইচ্ছে ছিনিয়ে নিলো অজানা শপথ
থাক এইটুকু থাক,দেখি উষ্ণ প্রস্রবণ কোথায় স্রোত হারায়?
------------------------------------------
৩০/১/২৩-অবুঝ মন-