৩১৮)
ছুঁয়ে মন প্রাণ রেখে চলে মান
কিন্তু সেই বসন্ত কোথায়?
আলো ছায়া,ছায়া রোদ হোক ছাই-
কিছু কী পেয়েছে তার?
মন কাড়া সুরে নড়েচড়ে উঠে
চলে যাও দূরে-কোথাও--
--------------------------------------------
৩১৯)
এখানে বরফের মতো জমে থাকতে নেই
এখানে যেটুকু আড়াল সেটুকুও ভুলে যেতে হয়
পথ ভোলা মন আর মন ভরা এজলাস এভাবেই খুঁজে পাওয়া যায়
থাক তোলা ভরা এই জ্বর,সুখ বৃষ্টির দাগ ভাবলে একটুও আপত্তি নেই।
----------------------------------------
৩২০)
কখন যে কিভাবে ভুল হয়ে যায় কে জানে?
জানি অনুচিত,শোভা নয়
তবু জানি আনন্দ মিছিলে এভাবেই কাটানো অন্ততঃ আমার জীবনের মানে
শেষ বলে যদি কিছু থেকে থাকে ক্ষমা,তাও মাগি করুনা ধারায়
জীবন টাই একটাই বাঁচো স্রোতে নিবিড় প্রেমে একতারাটার।
--------------------------------------------
-৭/৩/২৩-অবুঝ মন-