৩৮১)
নকশার ন্যাকড়া জড়িয়ে কতদূর যাওয়া যায়?
এরচেয়ে ভালো যদি কিছু হয় তা হলো সস্তার সম্ভার
পাগলাটা রাস্তায় কেন একা দাঁড়িয়ে?কিছু নেই আমাদের দায়?
শুধু শুধু বলবো ভালোটুকু চাই!ঝরঝরে ইতিহাস কারা লিখে যায়?
রামকৃষ্ণ,বিবেকানন্দ,মাদার তেরেসা এঁরা যদি মিথ্যে না হয়
ভেবে দেখো বুনোফুল,রাজহাঁস,জলকেলি সরোবর কতটা স্বচ্ছ।
----------------------------------------
৩৮২)
বিদায়ের ক্ষণ শেষ হলে আবারও ভেসে ওঠে আগমনী সুর--
হিসাবের খাতায় জমা আর খরচ সেই তো একই মুদ্রার দুটি পিঠ-
সুতরাং চরৈ বেতি চরৈ বেতি এ কথা মেনে সামনে চলো,পথ নয় বন্ধুর
বাকিটা তোমার পরিচয় বলতে পারো খাতিরের সদ্ভাব উজ্জ্বল।
------------------------------------------
৩৮৩)
এখন সময় বেলাশেষের,কিংবা মধ্য গগনের
কী হবে বলো এতো রেখে নিয়মের ব্যারিকেড?
থাক স্বাধীনতা থাক বাতুলতা যেযার চলনে
সইতে না পারলে সরে যাও দূরে একলা পথে
হতে পারে ম্রিয়মান মর্মর তারা খসাদের ভিড়
তবু এ পথ দিতে পারে এনে মানসিক প্রশান্তি।
---------------------------------------
৩৮৪)
ভাঙা গড়া পৃথিবী আছে জানি দুনিয়ায়
কত কত খুন হয়,চুরি হয় স্বপ্ন
তাই বলে পালানোটা ঠিক নয়।
যে সভায় এরকম মিলেমিশে একাকার
সেখানে তো গড়ে ওঠে দূতিময় সুখ পিঠ
উৎসব সমারোহ একতার মায়াজাল‌।
ওই দেখো হাতে হাত,কাঁধে কাঁধ
এ উঠোন আলোময় সারাক্ষণ মুক্তির।
----------------------------------------১০/১১/২৩-অবুঝ মন -