311)
কে চায় ফুল ঝরে যাক---পাতা ঝরে যাক
অথচ কেন জানি না--
হঠাৎ করে কোন একদিন গাছটি মরে যায়।
-------------------------------------
312)
বুকের ভেতর উঠুক যতোই ঝড়
আমার মনে থাকুক আমার জ্বর
না কোন অধিকার না কোন দাবি
যদি থাকে থাক বেঁচে কবি ছবি।
-------------------------------------------
313)
এই যে কালিমা লিপ্তের অপচেষ্টায় মেতেছে যারা
তেরটি বছর ধরে এতোদিন কোথায় লুকিয়ে ছিলো তারা?
একটা আষাঢ়ে গপ্পো ফেঁদে
খেতে চায় পাঁঠা রেঁধে
সত্যি ভাবতে লজ্জা লাগে মানুষ রূপি এরা কারা!
-----------------------------------
১০/১/২২-অবুঝ মন