356)
কাঙাল কাকের মোহ খুঁজতে যাওয়া
আর ভাঙ্গা কাঁচকে জোড়া লাগানো,দুটোই সমান
প্রতিটি ক্ষেত্রে রক্তাক্ত হওয়ার পূর্ণ সুযোগ।
------------------------------
357)
এই তো সুখের নিবিড় ছায়া
বেঁধে বেঁধে হারিয়ে যাওয়া
লাগাম বিহীন পাগলাঝোরা
আলোর রেখা নজরকাড়া
শিশির ভেজা মুক্ত বাতাস
শুধু যাওয়া আসার আহ্লাদী শ্বাস--
-------------------------------
358)
জানি না কেন এমন হয়?
মাঝে মাঝে অনুরাগ ছুঁয়ে যায়!
জানি না কেন--ময়না না চায়?
এতো ভালোবাসা বাসা নয়!
জানি না কেন এতো শীতের সময়?
যতো কথা সব ধুলায় মিশায়!
জানি না কেন এতো ভঙ্গুর সুর?
এই আছে এই নেই দূর থেকে আরও বহুদূর!
যেতে পারো যদি যাও,চলে যাও চলে যাও--
-----------------------------
359)
পোড়ানোর কথা আজ না হয় থাক
যারা শুধু পুড়তে জানে লড়াইয়ের আঁচে
আর কিছু আছে না কাড়ে রা--
"আমি বাবা সাতে পাঁচে থাকি না"
যারা আজও তালি আর প্রতিশ্রুতিতে বাঁচে
বেসিক্যালি এই তবু সবাই মানুষ।
---------------------------------
360)
তোতাপাখি গেয়ে যায় এক সুরে গান
বিনা অপরাধে ওরা কেড়ে নেবে মান!
ওরা কি বোঝে না এ সব ভালোবাসার দান
প্রতিহিংসার বলী করে বলুন তো কী পান?
এসব হেঁয়ালি খেয়াল সত্যি কী ভালো লাগে?
এ.ডি আর সি. বি. আই বৃথা শুধু জাগে
চারিদিকে এতো সৎ! ভাবতেও বেশ লাগে--
-------------------------------
১/৭/২৩-অবুঝ মন-