৩৫০)
আবারো সূর্য ডোবার পালা--
আবারো ডুববে ভেলা?
এভাবে কী কেটে যাবে সারাবেলা!
সেই তো বেরিয়ে পড়া--
সেই তো খেলার খেলা--কী হয় কী হয়-?
--------------------------------------
৩৫১)
দিগন্তে আজ রঙের মেলা সোনা রোদের ভেলা
তবু কেন বালু চরে কাটছে বিকেল বেলা?
হাসছে পাহাড় ঝরছে ধারা খেলছে নদী জল
নিঝুম রাতে দেখছি তখন নৌকা টলমল!
এই তো সময় বেবাক স্রোতের মন কেমনের খেলা
দিগন্তে আজ রঙের মেলা সোনা রোদের ভেলা।
-------------------------------------- -১৬/৭/২৩-অবুঝ মন-