৩১৪)
অস্তগামী সূর্যের রঙ মেখে গায়ে জানি না চাঁদ কতটুকু শান্ত হবে?
অথচ মুক্তির অবারিত দ্বার অনায়াসে খুলে দিয়ে চলে গেলো ময়না!
এর পরেও কী জানি ছিন্ন পত্রের সকরুণ যন্ত্রণা বুকে নিয়ে
পাখিটি অপেক্ষায় বাসায় রাত জাগবে কি না?
-------------------------------------
৩১৫)
রঙ পিয়াসী বললে পরে নজর কাড়ে কুসুম সম
মাছরাঙা ঠোঁট তমাল,শিমুল,বন পলাশী
হতেও পারো একটু খানি হরিন ডাঙার মন উদাসী
আপন মনে নিবিড় প্রেমে একতারাটা সঙ্গে বেঁধে
"কোন সে আলোর স্বপ্ন নিয়ে" সমুখ পানে যাও  হারিয়ে।
---------------------------------------------
৩১৬)
ফিরে তো আসবো জানি এমনি করে
দেখাও হওয়ার ছিলো এই তিমিরে
বাতাসের ধুলো বালি বড্ড ভারি
ইতিহাস ঘেঁটে দেখে জানতে পারি
এই সেই সাক্ষী গুলোর হারমোনিয়াম
কত কী হারিয়ে গেছে চোরা স্রোতে--?
--------------------------------------
৩১৭)
কাজের গুঁতোয় শব্দচাষি ভুলে গেছে কাব্য
সে কি জানে আসবে কবে নতুন পথে নাব্য?
মন খারাপির মেঘ ছেয়েছে!
রঙ যে কোথায় হারিয়ে গেছে?
বিকেল বেলায় শেষে কী না এই ছিল ভবিতব্য?
----------------------------------------
১৬/২/২০২৩-অবুঝ মন-