৩০১)
কে ব্যর্থ---
যে ঠকেছে না যে ঠকিয়েছে ?
যদি কেউ ঠকে থাকে কখনও
অবোধ শিশুর মতো পাশ ফিরে শুলেই হলো
বিপরীতে হয়তো বা কিছু ঝড় জেগে থাকে নিঃসঙ্গের মতো
এবার ভাবুন হাতে হাত রাখা স্মরণ সভার মূল্য কার কাছে বেশি?


৩০২)
কেউ চায় যায় যাক দূরে উড়িয়ে দিয়ে তো দেখি
কেউ চায় বাকি আর কটা দিন জুড়ে জুড়ে থাকি
চলার এই পথ দুটি হোক না যেমন
ভালো ভাবে বাঁচতে চাই দুটি মন
জীবন বোধে এভাবেই কেউ বা কূলে আসে ফিরে
আবার এটাও দেখেছি শক্তিশেল জোড়ে বুকের পাঁজরে।
------------------------------------------ -১৭/১২/২২-অবুঝ মন -