৩৭৬)
হতে পারে নানান ধাঁচে পুড়ছে কত আগুন আঁচে
শূন্য ভাড়ার পূর্ণ করার সহজ উপায় চলার স্রোতে এর চেয়ে বেশি আর কী আছে?
পাথর দেয়াল--কাঁকর নদী কী বা পারে নিয়ম মেনে?
ধূসর খেয়াল ধুলোয় ঠেলে ধাপে ধাপে এগিয়ে চলো রাস্তা চিনে।
------------------------------------
৩৭৭)
প্রিয়জন!সত্যি কি হয়?
দেখি শুধু প্রয়োজনে সব আসে যায়!
হাঁ তবু কত স্বার্থের দ্বন্ধ?
প্রেম প্রীতি আজও এতো অন্ধ!
এরপরেও যদি কিছু থেকে থাকে
পুজো করে পাশে রেখো জননী মাকে।
-----------------------------------------
৮/১১/২৩-অবুঝ মন -