৩০৬)
কেন যে বাঁশের কদর বাড়ছে দিনে দিনে
তবু যে সামনে এগোতে হবে মানুষ চিনে
ধেয়ে আসতে পারে নুড়ি ও পাথর
শোন সবে কান পেতে জবর খবর
এই দুনিয়া জুড়ে বাঁচা কী যায় বলো বন্ধু বিনে?
-----------------------------------
৩০৭)
এই যে মানব জীবন জানিনে কী আছে অহং
ভেবে দেখো কত জন গারদের আড়ালে?
এখানে সমাপ্তি এ ভাবার নেই কোন কারণ
খোসা ছাড়ানো যে এখনও অনেক বাকি
তাই বলি কী চলো না সবাই মিলে হাত রেখে হাতে
যেতে যেতে মেতে উঠি সূর্যের উজ্জ্বল লাবণ্যে।
---------------------------------------
১০/১/২২-অবুঝ মন-