৩৩৬)
নৈতিকতার দায় এড়িয়ে বলছে সবাই সঙ্গে আছি
তবু দেখি চতুর্দিকে চলছে খেলা কানামাছি!
এই তো সময় কালের কোলে বিষ জোয়ারে উঠছে ফুলে
তাই বলে কী ওদের কথা যাবো ভুলে?
একদমই না,আহ্বানের মিষ্টি সুরে হাত বাড়ালাম
দেখি কেমন ধরতে পারে?
-----------------------------------------
৩৩৭)
নিজের দলের লোক নয় বলে পুলিশ তাকে ধরে ফেলে
নিজের দলের লোক হলে কী এই কাজটি ধরতো মেলে?
পুলিশের আজ এ কোন দশা!
সব সাধারণ হয় কি মশা?
সত্যি এ কাজ যায় কী করা খেলার ছলে আইন বলে?
------------------------------------
৩৩৮)
জানি শুরু হার শেষ
মাঝে শুধু কিছু সময়ের চলাচল
তবু বলতেই হয়
ঝুরঝুরে বাতাসেও
ভেসে আসে পাতা খসানোর মর্মর স্বর!
বিবেকের এ কী দরবার?
এই তো সময়------
-------------------------------------
৩৩৯)
বলতে পারেন বিনা দোষে শাস্তি কেন পাচ্ছে ওরা?
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিচার সারা!
একবার তো ভাবাই যেত দূর্নীতি টা করলো কারা?
এই যে এতো জমছে ধুলো ছুৎমার্গের গন্ধ যত
এ দায় যদি ওদের হতো মেনে নেওয়া সহজ হতো
আসুন সবাই এগিয়ে আসি,ভাঙতে হবে খোঁয়াড় গুলো।
------------------------------------------
৩৪০)
ও শহর ভালো থাক দায়ভার তোমারো
চৌচির দেয়ালের ফাঁক কর বন্ধ
দ্বন্দ্বের অভিধানে রাস্তা যতোই থাক
ওই খোসা পেঁয়াজের মনে রেখো তুমিও
সাদা কালো মিলেমিশে হোক যত দ্বন্দ্ব
যে আগুন জ্বলবার কেন এতো ধন্ধ?
------------------------------------
-৬/৫/২৩-অবুঝ মন -