৩০৩)
ইচ্ছে ছিলো অনেক কিছু দেওয়ার
দেখছি শুধু গোলাপ বাগের বাহার
ফুটছে কুঁড়ি নিজের মতোন করে
দূর থেকে তাই আশিষ দিলাম ভরে।
এর চেয়ে বেশি আর কী দিতে পারি?
সোজা তো নয় সাগর কূলে পাড়ি
এমনি করে সাগর খেয়া বায়
কালের খেলায় বছর আসে যায়।
-------------------------------------
৩০৪)
জীবনে দুর্ভিক্ষের সময় কম তো পেরোনো হয় না
ফলে স্মৃতির সাথে বড় সদ্ভাব,
পাশ ফিরে শোয়া সম্ভব পর কি না কে জানে?
-------------------------------------------
৩০৫)
কে কার খায়?কে কার পরে?
অথচ পারস্পরিক যুদ্ধ করেই মরে!
ভয়াবহতা কতটা সচল কে না জানে?
বন্ধন মুছে দিতে এক পাও টানে না পিছনে!
কী জানি কেন ভাসে অর্থের প্রাবল্য জোয়ারে?
-------------------------------------------
২৩/১১/২২-অবুঝ মন-