৩২৮)
হঠাৎ কি মনে হলো?
অভিমানের গল্প এলো
চাঁদের শহর তেমনি ছিলো
বিবস নদীর দেখা পেলো
প্রেম যমুনায় জীর্ণ প্রলাপ!
গল্পকথা ভাসিয়ে কি লাভ?
----------------------------------------
৩২৯)
বাঁধতে বাঁধতে পুরো শরীরটা বাঁধা পড়ে গেলো
তবু মনকে বাঁধতে পারলাম কই
চেয়ে দেখি সাগর কিনারে আজও--সেই জল থৈ থৈ।
---------------------------------------
৩৩০)
মোহনার বুকে শোকের ছায়া!
ফুরিয়ে কি যায় সঞ্চিত মায়া?
কানপেতে শোনো জলকল্লোল
মুছে ফেলো বেদনার ক্রান্তিকাল
এ নয় কোন আলো আঁধারি ইন্দ্রজাল
এ শুধু অমর প্রেম,অমরাবতীর ঢল।
---------------------------------
২/৯/২০২২-অবুঝ মন-