তেলের দাম কি এমনি বাড়ে?
পুরষ্কার ও নজর কাড়ে!
কে না জানে?
এর কী মানে!
ঝাড়ের বাঁশ বাড়ছে ঝাড়ে।
--------------------------------------
কোথায় নেই বলতে পারো?
আকাশ বাতাস মাটির পরে
সব খানেতে আলোক ভরে
তুমি রবি বিশ্বকবি
সবার মনে তোমারই ছবি।
----------------------------------------
যার জন্যে যোগানে রসদ
সেখানেই বেঁধে গোল!
এই তো সেদিন ঘোষণা হলো
দুমুঠো ভাতের টানে পরিযায়ী কত!
অথচ হেলায় এড়িয়ে চলা
মাস পয়লা বেতনে!
জানি না বাপু এর কি মানে?
-------------------------------------------
বঙ্গে এখন চলছে কেবল তৈল্য মাখান উৎসব
ফকির গুলো হাঁফান জ্বরে দেখছে রাজার গৌরব
মুখ মুখোশে মেঘ যে ঢাকা
গড় গড়ায়ে রথের চাকা
সেপাই সকল জিগির টানে তোলাবাজের সৌরভ!
----------------------------------------
বাহিরে বহিছে ঝড়
বাজ পড়ে কড় কড়
তাঁবুর ভেতরে দুজন
অনুভবে ভরে মন
এরই মাঝে টুপটুপ
বাদলের এ কী রূপ!
--------------------------------
১/৫/২০২২-অবুঝ মন-