267)
সবুজ পাতা দেকে ভাবছো কি
রয়ে যাবে চিরকাল?
ঐ দেখো পথের পরে
গড়াগড়ি খায় কত সব জঞ্জাল
মরিচিকা দেখে ভেবে নিলে
আহ্ কী ঝলমলে আলো!
আসলে ভিতরে ঢুকলে বোঝা যায়
কত যে নিকষ কালো।
তাই সময়ের তালে চলতে যদি চাও
খোলা চোখে জ্ঞানের পরিধি বাড়াও।
-------------------------------------------
268)
যদিও আষাঢ় মাস তাতে কী
আসি আসি করে বলে এখনো অনেক বাকি!
রামধনু ভেসে চলে বাদলের দেখা নাই
তাপের মাত্রা চড়ে আরাম যে কোথা পাই?
ঘেমে নেয়ে একাকারে যায় সব জ্বলে পুড়ে
ঘামাচির উৎসবে কুনোব্যাঙ নড়েচড়ে!
----------------------------------------
269)
পুকুরের ফিস বাগানের জিস
সময় সুযোগে
বলো কে চায় মিস?
আজ-ই এ প্রভাতে
পেলাম তা হাতেনাতে
সুস্বাদু রেসিপি আসবে এবার পাতে
"আহা কি আনন্দ আকাশে বাতাসে"
-------------------------------------------
-৬/৭/২০২২-অবুঝ মন