২২০)
যেমনই লাগুক মনে বিরহের গান শুনে
এ পথেই পাই খুঁজে সুর
খেলাঘরে ঢেউ তুলে
যাই চলে দূর হতে আরো বহুদূর।
ভালো না লাগতে পারে বিরহের এ বিলাস
পাতাগুলো ভরা থাক সৃজনের এ পাতায়।
-----------------------------------
২২১)
তুফান মেলে মন রাঙিয়ে
উড়ো খবর ভাসিয়ে দিয়ে
ময়না টিয়ে বিদায় নিলে
আর কিছু কি বলার থাকে?
খিল দিয়ে আটকে রেখো
মন কেমনের দরজা টাকে
থাক না পড়ে নীরব পাথর
উল্টো রথের নতুন বাঁকে।
---------------------------------
-৩০/১২/২০২১-অবুঝ মন-