তোমার হিসাব বুঝে নিয়ে
নিভিয়ে দিলে আলো
স্বপ্নপূরণের কৌশলীকায়
চৌকাঠ হলো ঝলোমলো
তুমি জানতে পারলে না
বিবেকের কিভাবে হল বলি
হেলায় হারালে শ্রাবনের ফল
তোমার অবাক হওয়ার কিছু নেই
আজ সেথা 'ফুসফুস পোড়া গন্ধ'
ঝরছে অঝোরে পাথরের চোখে জল!
-------------------------------------------
১০/৪/২০২০-
-----------------------------------------
শুভেচ্ছার আহ্বানে জাগিয়ে পাড়া
কিছু কথা বলে ঘুমিয়ে পড়া
আর দিলো না সাড়া।
জল ছবি ভাসিয়ে দিয়ে
নীরব খোলা আকাশকে জড়িয়ে ধরে
রয়ে গেল আজো দূরে।
ইচ্ছে নদীর তীরে অনাকাঙ্ক্ষিত ঢেউ
চোখে দেখার অদম্য বাসনা
ঝাঁঝরির বেড়াজালে পড়ে চরকি কাটে
সম্ভাষনের একি অপরূপ খেলা!
---------------------------------------------
১২/৩/২০২০-অবুঝ মন-