--------------------------------------------
শ্যাওলা জমা প্রেমের আখরে অপার বিস্ময় জাগে
যুগের দুর্গ ঠেলে ফাগুন বলিরেখা যৌবন প্রেম তাপ মাগে।
পরিচয়ের বহর জুড়ে স্বপ্নীল রঙ ছিলো উজাড়
সহসা থমকে গেলো বর্ণচোরা স্মৃতিময় বালুচর।
ঢলে পড়া উজান গাঙে কি জানি কি হলো?
আগুন গোলার ঝাঁঝ মেঘের আঁচল বিছায়ে দিলো!
কথার খেয়ালী খেলা বয়ে গেল সারা বেলা মৌন মিছিল হয়ে
কবিতার মায়াজাল চারা গাছ রূপে রইলো বেঁচে বিষন্ন বালুকা সিক্ত পথ চেয়ে।
---------------------------------------------
১৪/৩/২০২০-