৪৪১)
বেরসিক বেরঙে ভরে দিলে মনটা
নির্ঝর দক্ষিণা পবনের ঝাড়বাতি উজ্জ্বল কী করে বুঝবো?
সেই তো পসরার ডামা ডোল ক্ষয়ে ক্ষয়ে খেলনা
আর কি মামুলি অনুরোধ ঝর ঝর হতে পারে ঝর্ণা?
শেষমেশ ওই তো ভেজা স্নান দিলখোলা ডালনা মিলেমিশে ফাইনাল
হোক তবে বিশ্রাম হয় হোক স্বপ্নীল পলাশের
অনাবিল কুয়াশার ঝামা রোদ চরকি পাক খায়
বাতাসের রোজকার কুহেলি ভরপুর কতটা কে জানে?
------------------------------------
৪৪২)
ভরা অবেলায় যদি সেই পুরোনো অচলাবস্থায় জেগে ওঠে শীতার্থ শহর
সেখানে বৃষ্টির আশা কতটা প্লাবন আনবে বয়ে কে জানে?
তবু জেগে থাকে ও চাঁদ রাঁধার নূপুর শুনবে বলে!
এবার বলো তন্দ্রাতে ডুবে আরও কতকাল ভিজে ইচ্ছে গুলো শুকোতে চাও?
তুমি কী ধরেই নিয়োছো বাঁশি শুনে আর কাজ নেই?
তাই বুঝি ঘন ঘ্যান ঘ্যান শোকের ছায়া আঁকড়ে কাটিয়ে দিতে চাও বাকিটা সময়।
------------------------------------------
-৬/১২/২৩-অবুঝ মন -