৪৪৬)
এতো আফসোস "বেলাশেষের আনমনা রোদে" একবার ভিজেছো বলে!
দেখেছো কী  কিভাবে ভরা শ্রাবণের ঝমঝম সুর গিয়েছে অস্থাচলে?
বুঝলেও না যৌবনের সবুজ পত্র বিন্যাস একটু একটু করে কেমনে হয়েছে শিথিল
অথচ যোগের অঙ্কে ঝাঁঝালো সংক্রমণ এখনো এতোটা প্রখর!
জানি সংযোগ সেতু ক্ষয়িষ্ণু না হলে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়।
----------------------------------------
৪৪৭)
সবকিছু ঠিকঠাক থাকলে
এতোদিন পাখিটিও--
থাকতো দৃশ্যের ভিতরে।
জানতো কে?
দর দাম হাঁকিয়ে
একদিন চলে যাবে
একেবারে দৃষ্টির বাইরে!
পোড়া মন অকারণ বোঝে না
ঢোসা রোগ লেগেছিল শিকড়ে।
--------------------------------------------
৪৪৮)
যদি কাউকে ভালোবাসতে চাওয়া প্রবঞ্চনা হয়
তাহলে আমি প্রবঞ্চক
যদি সময়ের আঙিনায় দাবিদার হয়ে ওঠে কেউ
তাহলেও ভয় নেই সরে দাঁড়ানোর
যদি কোন দিন দেওয়া নেওয়া শেষ হয়
তবে এটুকু বলতে পারি ঠগ হতে পারবো না কখনও --
আমি জ্বালানি পোড়া কাঠ,ফুসফুস ফেটে যার ঝরঝর রক্ত ঝরছে
তবু চাই ভালো থাক ওরা সব স্বচ্ছ নির্মল পাহাড়ী ঝর্নায়।
------------------------------------------
৪৪৯)
আসক্ত বুকের ভাঁজে
আগলে রাখার কিছু কিছু কথা বলে
যেভাবে পারছো সেভাবেই যেতে পারো চলে!
ছায়া জল ধরে রাখা যায় কী সহজে?
সীমার গন্ডিতে বাঁধবো সে সাধ্য কোথায়?
তুমি তো ধরা দিতে চাওয়া সেই পাখি
যতবার দেখি ততবারই ঠিকানা হারায়!
যাক ঝাপসে যাওয়া চোখে লেগে থাক অলীক অযুথ।
-------------------------------------------
৫/১/২৪-অবুঝ মন-