416)
কিছু কথা বলতে এসে হাজির হলে বাঘের দেশে
থাকলো সবই মনের ফসল লুকিয়ে রাখা বন্ধ ঘরে!
আর কী তবে যায় না বলা অন্য সময় নতুন করে?
দেখবে তুমি উঠছে জ্বলে চাঁদের আলো ঝলমলিয়ে
অন্তঃপুরের খোঁজটা রেখো গোপন গুহা পাবেই পাবে
চাই যে শুধু হাত বাড়ানো একটু তোমার ----
---------------------------------------
417)
যেখানে পারাটা স্বাভাবিক নয়
সেখানে খাতিরের সদ্ভাব!
আর কত পুড়তে বাকি একটু জেনে নাও
পলকা বাতাস কী জানে কত ভঙ্গুর ওই চলাচল?
অথচ ভ্রমর আজও তুমি তুমি করে সারাক্ষণ--
-----------------------------------
418)
দেখছো তো সে যখন তখন উঠছে হাওয়ায় নড়ে
খেলছো যখন থামলে কেন?পথটা আছে পড়ে
কল্প সুখের গল্প বোনা তোমার কাছে চুটকি খেল
না হয় হলো সত্যি সেটা তবুও তো একটি মেল!


তাকিয়ে দেখো উঠোন জুড়ে অবুঝ সবুজ ফসল ভরা
কেমন করে হই বলোতো তোমার চোখের নয়ন তারা?
তাই তো এ পথ বেঁছে নেওয়া শিমুল,পলাশ রঙে-
-----------------------------------------
419)
তুমি আসবে বলে গোলাপ কাননে ভ্রমর আজ উড়ছিল জোছনায়
তুমি আসবে বলে আজ সারা রাত চাঁদ জেগেছিল চোখের তারায় নীল যমুনায়
জানি তুমি আসবেই কিন্তু এ কী দেখি শূন্যস্থান ভরাটের জায়গা পড়ে তোমার দেখা নেই !
এবার বলো বালুচর জেগে উঠবে কী না?
-------------------------------------
-১/৯/২৩-অবুঝ মন-