৪৩৫)
গল্পটা জমিয়ে ভাঁড়ারটা ভরাতে
এতো সব আয়োজন
এর চেয়ে ভালো হতো
যদি মুখে বলতে কতটুকু প্রয়োজন
দেখতে হতো না আর
মুখোশের আড়ালের কদর্য ঘেরা টোপ
একদিন মুছে যেতে জলদাগ রাঙরোঙ
যতো কিছু ছাপ ছোপ
চিড় চাড় হতো নাও দুদিকের দু উঠোন
বাজতোও শ্বাস ভরা উজ্জ্বল স্বরগম।
-----------------------------------------
৪৩৬)
সত্যি বোকারা কী কখনো বুঝবে না এ পৃথিবীর অভিসন্ধি?
সত্যি বোকারা কী বোকা না
নিজেদের ক্ষয় জেনেও কীভাবে মেনে নেয় সব দায়!
এটুকু মেনে নেওয়া ভালো,তারা কখনও চতুর শৃগাল নয়
আসলে যারা চেনা স্রোত ভালোবাসে তারা হেরে যেতে জানে
শুধু ভুলতে পারে না পলকা বাঁধনের খেলা এতোটা নির্মম।
------------------------------------------
-১৪/১১/২৩-অবুঝ মন -