433)
জানি এখন  তোর শহরে ভীষন কাজের চাপ
ক্লান্ত শরীর চায় ছুঁতে কি সিল্কি অভিলাষ?
যাক চলে যাক বসন্ত ফাগুন অনেক দূরে উড়ে--
মনের মানুষ বেঁধে রাখা যায় কী কচিপাতায় মুড়ে?
এই বৃষ্টি যা উড়ে যা নিরুদ্দেশের পথে
জুড়বো না আর সোহাগ আদর মিথ্যে কল্পনাতে
এ কেমন খেলা রে তোর ঘুড়ির কাটাকুটি!
কেমন করে বলি বলো মন খারাপের ছুটি?
--------------------------------------------
434)
ভুলি নাই ভুলি নাই তাই
আসি ফিরে বার বার
থাক যত বাঁধা,কাটা তার
এভাবেই জোড়া দিয়ে যাই
তবু এখানেও মুখভার
নিষেধের এতোটা কামাই!


ওই তো সিঁদুরের জ্বলজ্বলে দাগ
হে পথিক তুমি কোন কল্প প্রনয়?
দেখছো না বাঁধা ঘাট রাঙা ঠোঁট উষ্ণ মুখর?
------------------------------------------
-২৬/১০/২৩-অবুঝ মন --