৪২৯)
নগ্ন বুকের শ্বাসত ঢেউ কী পারে বিদগ্ধ যাপন ক্ষতের প্রলেপ হতে?
এরচেয়ে ঢের ভালো নয় কি নির্জনে হাতে হাত রেখে শোনা পাখির কূজন?
যে পাখি মনে করাবে এ কোন অকাল বসন্ত নয়
"তুমি রবে নীরবে----"
-----------------------------------------
৪৩০)
তুমি তো সেই একলা পথে ছেড়ে দিয়ে সরে গেলে
জানলে কী আর চাঁদের বসত তখন ছিলো কত দূরে?
আমি একা পায়ে পায়ে মিলিয়ে গেলাম ছায়ার সাথে
এবার বলো গোলাপ ছোঁয়া অবসরের কী দাম দিলে?
---------------------------------------
৪৩১)
কে না চায় শর্তহীন দুটো হাত?
যেখানে থাকবে না কোন ভার
তবে তো গড়ে ওঠে সুখের জগত
অথচ কতবার আঁকড়ে ধরলে অনুরাগ!
তুমি যতো অভিমানী হও না কেনো--
আমি সেই অন্ধ তিমিরে আজও--অপলক
এবার বলো মগ্ন যাপনে কে অন্তহীন--
তুমি-না আমি?
-------------------------------------
৪৩২)
হোক যতো কথা
না কোন দাবি দাওয়া
না কোন চাওয়া পাওয়া
যাক বয়ে স্রোত সেবক নদীর মতো
ভাবছো ভাবো এ যন্ত্রণা আর কারও নয়
তুমি সেই একাকী নিরালা
দুদিনের এই আসা যাওয়া কত না সহজ।
---------------------------------
-৪/১০/২৩-অবুঝ মন --